Site icon Jamuna Television

স্পেনের ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডে ২ শিশুসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

স্পেনের পরিত্যক্ত একটি ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৪ জন। গত মঙ্গলবারের (৩০ নভেম্বর) দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে দুই শিশু।

ফায়ার ব্রিগেড জানায়, বার্সেলোনার ফাঁকা ভবনটিতে আশ্রয় নিয়েছিল দুটি পরিবার। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। এ নিয়ে চলছে তদন্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড ঠাণ্ডা এড়াতে শুকনো খড়কুটোয় আগুন জ্বালানো হয়েছিল। যা পরে ছড়িয়ে পড়ে বড় পরিসরে।

ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা গেছে দুই শিশু এবং তাদের অভিভাবককে।বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। প্রচণ্ড ধোঁয়ার কারণে তারা শ্বাসকষ্টে ভুগছেন।

আরও পড়ুন: দেড় বছর ধরে মর্গে পচছে দুই করোনা রোগীর মরদেহ, পরিবার জানে সৎকার সম্পন্ন

Exit mobile version