Site icon Jamuna Television

‘ওমিক্রন নিয়ে আতঙ্ক নয়; সুরক্ষা দেবে টিকা’

ছবি: সংগৃহীত

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বায়োএনটেক’র প্রধান নির্বাহী উগুর শাহিন। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই ভ্যারিয়েন্টে সংক্রমিত হলেও গুরুতর অসুস্থতা থেকে সুরক্ষা দেবে টিকা।

ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণের তাগিদ দিয়েছেন উগুর শাহিন। তার দাবি, বিভিন্ন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই কার্যকর বলে প্রমাণিত হয়েছে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন।

বায়োএনটেক’র প্রধান নির্বাহী উগুর শাহিন। ছবি: সংগৃহীত

আরও পড়ুন: ডেল্টার চেয়ে ৬ গুণ দ্রুত ছড়ায় ওমিক্রন; দাবি বিশেষজ্ঞদের

উগুর শাহিন বলেন, প্রাথমিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারলেও নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করবে শরীরের টি-সেল। যেটিকে দ্বিতীয় ধাপের প্রতিরোধ ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। নতুন টিকা নিয়ে গবেষণার বদলে আপাতত বুস্টার ডোজ নিয়েই পরিকল্পনার কথা জানিয়েছেন বায়োএনটেক’র সহপ্রতিষ্ঠাতা।

আরও পড়ুন: ‘ওমিক্রনের উপসর্গ মৃদু ও অস্বাভাবিক; বেশি আক্রান্ত কমবয়সী পুরুষ’

Exit mobile version