Site icon Jamuna Television

ঝিনাইদহে মোটর সাইকেল দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা। জেলার মহেশপুর উপজেলায় মান্দারবাড়ীয়ার বাথানগাছী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন (৭২) একই গ্রামের মছেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাথানগাছী থেকে মহেশপুর শহরে আসার পথে একটি গরুর গাড়ির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তোফাজ্জেল হোসেন।

এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন। তার মৃত্যুতে শোকাহত স্থানীয়রা।

Exit mobile version