Site icon Jamuna Television

ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালানোর মূল্য দিতে হবে রাশিয়াকে: ন্যাটো মহাসচিব

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালানোর কড়া মূল্য দিতে হবে রাশিয়াকে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টোলেনবার্গ।

লাটভিয়ার রাজধানী রিগায় ইউক্রেন সংকট নিয়ে দু’দিনব্যাপী আলোচনা শুরু করেছেন ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানেই মঙ্গলবার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে মস্কোর প্রতি এই হুঁশিয়ারি দেন তিনি। চলমান উত্তেজনা কমাতে রাশিয়ার প্রতি স্বচ্ছতার আহ্বানও জানান তিনি। ইউক্রেনসহ ওই অঞ্চলের পরিস্থিতিকে অনিশ্চিত আখ্যা দিয়ে উদ্বেগ জানান তিনি।

স্টোলেনবার্গ বলেন, রাশিয়া জোর করে ইউক্রেনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। অযৌক্তিভাবে সামরিক শক্তিমত্তা প্রদর্শন করছে। যা সীমান্তে উত্তেজনা তৈরি করছে। খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে বলেও জানান স্টোলেনবার্গ।

ন্যাটো মহাসচিব আরও বলেন, রাশিয়ার উদ্দেশ্য নিয়ে নিশ্চিত কিছু বলা যায় না। এর আগেও ইউক্রেন ও প্রতিবেশিদের ওপর সামরিক ক্ষমতা প্রয়োগ করেছে তারা। তবে পরবর্তীতে কোনো আগ্রাসনের চেষ্টা করলে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করা হবে।

Exit mobile version