Site icon Jamuna Television

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগোলেন লিটন দাস

ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন কুমার দাসের। চট্টগ্রাম টেস্টে দল ব্যর্থ হলেও আলো ছড়ান এই উইকেটকিপার-ব্যাটার। আইসিসির টেস্ট ব্যাটারদের তালিকায় ২৪ ধাপ এগিয়ে ৩১তম স্থানে জায়গা করে নিয়েছেন লিটন।

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ের পর দলের দায়িত্ব নেন এই ডানহাতি স্টাইলিশ ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ যখন ধুঁকছিল, তখন মুশফিকুর রহিমকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন লিটন। পঞ্চম উইকেটে যোগ করেন ২০৬ রান। মুশফিক ৯১ রানে ফিরলেও দুর্দান্ত শতক তুলে নেন তিনি।

প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও হেসেছে লিটনের ব্যাট। দলের ১৫৭ রানের মাঝেও ৫৯ রানের ঝলমলে ইনিংস খেলেন লিটন কুমার দাস। আর তাতেই আইসিসি’র টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন এই টাইগার ক্রিকেটার।

Exit mobile version