Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীত্বের চেয়ে বিজেপিকে সরানোই বেশি গুরুত্বপূর্ণ মমতার কাছে

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী কে হবেন সেটি বড় বিষয় নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিজেপিকে সরানো। এমন মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস প্রধান এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বুধবার (১ ডিসেম্বর) বিজেপি বিরোধী জোট গঠনকে কেন্দ্র করে মুম্বাই সফরের দ্বিতীয় দিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এসময় তিনি মুম্বাইয়ের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিশিষ্টজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: ধর্মনিরপেক্ষ ভারত গড়তে চান মমতা

সংবাদ সম্মেলনে ২০২৪ সালের লোকসভা নির্বাচন প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে মমতা বলেন, এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়ার সময় এখন নয়। তাই কে প্রধানমন্ত্রী হবেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো গণতন্ত্র রক্ষা করা। এক্ষেত্রে নাগরিক সমাজের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে বলেও জানান মমতা ব্যানার্জি।

Exit mobile version