Site icon Jamuna Television

এমন ঘটনা আগেও ঘটিয়েছেন ব্যানক্রফট!

আজকের আগে ব্যানক্রফটকে খুব বেশি মানুষ হয়তো চিনতো না। বল টেম্পারিং করে হাতেনাতে ধরা খেয়ে এখন ক্রিকেট বিশ্বের এক খল চরিত্রের নাম-ব্যানক্রফট।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বল বিকৃতির অভিযোগে সদ্য পদচ্যুত স্টিভেন স্মিথ এটাই তাদের প্রথম কুকীর্তি দাবি করলেও এমন ঘটনা ঘটেছে গেল অ্যাশেজে। অ্যাশেজের একটি ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায়, ড্রেসিংরুম থেকে পকেটে করে চিনি নিচ্ছেন ব্যানক্রফট।

ক্রিকেট আভিজাত্যের কথা যারা বলে সেই অস্ট্রেলিয়ার ক্রিকেটে এমন ঘটনায় নিন্দার ঝড় ওঠে ক্রিকেট বিশ্বে। বল বিকৃতির ঘটনায় ১ টেস্টের জন্য নিষিদ্ধ হলেন স্টিভেন স্মিথ। জরিমানা হয়েছে পুরো ম্যাচ ফি। আর পুরান পাপী ব্যানক্রফটও পেয়েছেন ৩টি ডিমেরিট পয়েন্ট। সাথে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানাও গুনতে হয়েছে তাকে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version