Site icon Jamuna Television

দ্বিতীয় টেস্টে অনিশ্চিত সাইফ হাসান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত ওপেনার সাইফ হাসান। টাইফয়েডে আক্রান্ত হয়ে ঢাকা টেস্ট থেকে ছিটকে যেতে পারেন বাংলাদেশি তরুণ এই ওপেনার।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে পরীক্ষা করা হলে সাইফের টাইফয়েড ধরা পড়ে। তবে এখনও দলের সঙ্গেই রয়েছেন তিনি। চট্টগ্রাম থেকে একই ফ্লাইটে দলের সঙ্গে ঢাকায় ফেরেন এই ওপেনার।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে একেবারেই নিষ্প্রভ ছিলেন এই ব্যাটার। দুই ইনিংসে তার রান ১৪ এবং ১৮। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয় টাইগাররা। যেখানে প্রথম দুই ম্যাচ খেলে ১ ও ০ রানে আউট হন সাইফ।

পাকিস্তানের বিপক্ষে আগামী শনিবার (৪ ডিসেম্বর) মিরপুর শের-এ-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট। ১ম ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাবর আজম বাহিনী।

Exit mobile version