Site icon Jamuna Television

১২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ এর সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল।

বুধবার (০১ ডিসেম্বর) সকালে কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদারীপুরের সদর উপজেলার আছমত আলী খান সেতুর টোল প্লাজার সামনে থেকে স্বামী-স্ত্রীকে গ্রেফতার ও গাঁজা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের আছমত আলী খান সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় জিএস ট্রাভেলস নামের একটি বাস তল্লাশি করে মৃত বাবর আলীর ছেলে মো. নুর নবী (৬৫) এবং তার স্ত্রী খালেদা বেগমকে (৪৫) গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার হাসনাবাদ গ্রামের বাসিন্দা।

এসময় আটককৃত আসামিদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, ১টি মোবাইল, ১টি সিমকার্ডসহ ২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

আসামিদেরকে জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে চাঁদপুর ঘাট ব্যবহার করে গোপালগঞ্জ জেলাসহ অন্যান্য স্থানে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পরিবহন করে আসছিলো। আসামিদেরকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version