Site icon Jamuna Television

ছাগল চুরি করে ভুরিভোজ, স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ কর্মচারীর বিরূদ্ধে মামলা

ফাইল ছবি

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ছাগল চুরি করে ভুরিভোজ করার অভিযোগে স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) চুরি হওয়া ছাগলের মালিক আব্দুল লায়েক ফরাজী বাদী হয়ে পিরোজপুর জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ কর্মচারী ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মো. শাহিন খান (৩২), মো. চমন খান (২৫), মো. পলাশ খান (৩৩) ও মো. বাশার শেখ (৪৫)।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর লায়েক ফরাজীর ছাগলটি স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে গেলে আসামিরা তা ধরে জবাই করেন। পরে তা হাসপাতালের কিচেনেই রান্না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীরা মিলে ভুরিভোজ করেন।

লায়েক ফরাজী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে চুরি হওয়া ছাগলের চামড়াটি স্থানীয় এক চামড়া ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার করি। তার কাছ থেকেই জানতে পেরেছি যে, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী ও অন্য কর্মচারীরা ভুরিভোজ করার জন্য ছাগলটি জবাই করেছে।

এ বিষয় নাজিরপুর থানার ওসি জানিয়েছেন, মামলার বিষয়টি শুনেছি। তবে মামলার কোন কাগজ এখনও পাইনি।

/এসএইচ

Exit mobile version