Site icon Jamuna Television

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের তলানিতে বাংলাদেশ, শীর্ষে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

প্রকাশিত হয়েছে চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় আসরের পয়েন্ট টেবিল। যেখানে সবার শীর্ষে অবস্থান করছে শ্রীলঙ্কা। আর বাংলাদেশ রয়েছে টেবিলের তলানিতে।

তালিকায় সর্বোচ্চ ১০০ শতাংশ জয় নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। অপরদিকে টেবিলে কোনো পয়েন্ট তুলতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান। ৩ ম্যাচ খেলে ২টি জয়ের পাশে ১টি হার রয়েছে তাদের। আর কানপুর টেস্টে নিউজিল্যান্ডের সাথে ড্র করে দুই থেকে তিনে নেমে গেছে ভারত। এরপরেই আছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

আরও পড়ুন: ৮ম বিপিএলের তারিখ ঘোষণা; নির্ধারিত হলো খেলোয়াড়দের পারিশ্রমিক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এটি দ্বিতীয় আসর। চলতি বছরই শুরু হওয়া আসরটি চলবে ২০২৩ সাল পর্যন্ত। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চলে প্রথম আসর। যেখানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

Exit mobile version