Site icon Jamuna Television

অনুষ্ঠিত হলো প্রেম ও প্রতারণার গল্প নিয়ে সিনেমা ‘ময়ুরাক্ষী’র মহরত

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো 'ময়ুরাক্ষী' সিনেমার মহরত।

প্রেম ও প্রতারণার গল্প নিয়ে গোলাম রাব্বানীর চিত্রনাট্যে চলচ্চিত্র নির্মাতা রাশিদ পলাশ নির্মাণ করতে চলেছেন ‘ময়ূরাক্ষী’ নামের নতুন সিনেমা। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো সেই সিনেমার মহরত।

পরিচালক সূত্রে জানা গেছে, সিনেমাটিতে অভিনয় করবেন চিত্রনায়িকা ববি, শিরিন শিলাসহ আরও অনেকে। ববি দেশে না থাকায় শিরিন শিলাকে নিয়েই মহরত করেন পরিচালক।

মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ সময় তিনি চিত্রনায়িকা শিরিন শিলার অনুরোধে তিনি সিনেমা প্রযোজনা করার ঘোষণা দেন। প্রতিমন্ত্রী স্ত্রীর নামে তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রাখেন জেবি।

সিনেমার কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ বলেন, অনেক ভালো সিনেমা নির্মাণ করতে হবে। বক্তব্য শেষে ‘ময়ূরাক্ষী’ সিনেমার জন্য শুভকামনা জানান তিনি।

/এসএইচ

Exit mobile version