Site icon Jamuna Television

শুধু হিন্দু ধর্মই টিকে থাকবে: তসলিমা নাসরিন

একদিন পৃথিবীর সকল ধর্ম বিলুপ্ত হবে। শুধু টিকে থাকবে হিন্দু ধর্ম। এমন মন্তব্য করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। বৃহস্পতিবার এক টুইটে তিনি এ মন্তব্য করেন। তার মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে।

নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে তসলিমা নাসরিন লেখেন, ‌’হিন্দু ধর্মের উৎপত্তি ৫ হাজার বছর আগে। বহু প্রতিকূলতার মধ্যে এটি টিকে আছে। আমি বিশ্বাস করি অন্য সব ধর্ম হারিয়ে গেলেও হিন্দু ধর্ম ঠিকই টিকে থাকবে।’

হিন্দু ধর্ম টিকে থাকার পেছনে যুক্তিও দিয়েছেন তিনি। লিখেছেন, ‘বেশিরভাগ হিন্দু মন থেকে তাদের দেবতার পূজা করে এবং তারা ধর্মের সব বিধি বিধান আন্তরিকতার সাথে পালন করে।’

আলোচিত এই লেখিকা কয়েকদিন আগে নিজের বাকশক্তি হারিয়েছেন বলে ফেসবুকে জানিয়েছিলেন। অবশ্য তার কয়েকদিন পর আবারও তসলিমা নাসরিন কথা বলতে পারছেন বলে জানান।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version