Site icon Jamuna Television

সব রোগীর জন্য চালু হতে যাচ্ছে ইউনিক আইডি

ছবি: সংগৃহীত

দেশে সব রোগীর জন্য ইউনিক আইডি করার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। এতে কমবে পরীক্ষা-নিরীক্ষার অতিরিক্ত ব্যয়। পাশাপাশি রেফারেল পদ্ধতি চালু হলে চিকিৎসার খরচ কমবে বলেও জানান তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারি-বেসরকারি হাসপাতালে সমন্বয় ও নিয়ন্ত্রণ বাড়ানো জরুরি। সরকারি এক গবেষণাই বলছে, অর্থাভাবে চিকিৎসা করতে পারছে না দেশের এক-পঞ্চমাংশ মানুষ। আর চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে এক-তৃতীয়াংশ।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলছেন, রেফারেল সিস্টেম চালু করা গেলে খরচ কমে আসবে। সাধারণ সমস্যার জন্য বিশেষজ্ঞ নয়, দেখবেন স্থানীয় ফিজিশিয়ান। পাশাপাশি সব রোগীর জন্য ইউনিক আইডি করার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

চিকিৎসা খাতে ব্যয়ের তুলনায় সরকারি বাজেট কমেছে। ১৯৯৭ সালে যা ছিল ৩৭ শতাংশ, ২০২০ সালে তা দাঁড়িয়েছে ২৩ শতাংশে।

ইউএইচ/

Exit mobile version