Site icon Jamuna Television

মেহেন্দির ব্লাউজ পরলেন তরুণী! (ভিডিও)

ছবি: সংগৃহীত

শাড়ি মানেই ঐতিহ্য, সঙ্গে মানানসই ব্লাউজ আর হালকা সাঁজ। যেকোনো অনুষ্ঠানের জন্য পারফেক্ট লুক। তবে মেহেন্দির ব্লাউজ কি দেখেছেন কখনও? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একটি মেয়েকে দেখা গেছে মেহেন্দির ব্লাউজ পরতে! খবর আজতাকের।

এই ভিডিওতে সাদা শাড়িতে দেখা গেছে ওই নারীকে। তবে নিয়মিত কাপড়ের ব্লাউজের জায়গায় তাকে দেখা গেছে পিঠে মেহেন্দি দিয়ে ব্লাউজের নকশা করে ডিজাইন করা।

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যেমন একজন তার এই ভূমিকার প্রশংসা করেছেন। তাকে সাহসী বলেছেন। তিনি লিখেছেন, আইডিয়া যার তাকে পুরো নম্বর এবং যিনি এই সাহস দেখাতে পেরেছেন তাকেও।

অনলাইনে ভিডিওটি প্রকাশ পাওয়ার পরই তাতে প্রায় ৮০ হাজার ভিউ হয়েছে, এমনকি সেখানে এসেছে একাধিক মন্তব্য। প্রশংসার পাশাপাশি আবার সমালোচনা করেছেন অনেকে। লিখেছেন, ফ্যাশনের নামে যা খুশি, কিছু তো লজ্জা করুন।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ইউএইচ/

Exit mobile version