Site icon Jamuna Television

নাগরিক ঐক্যের সভাপতি হলেন মাহমুদুর রহমান

ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি হলেন মাহমুদুর রহমান মান্না। এতদিন দলটির আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

বুধবার (০১ ডিসেম্বর) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মাহমুদুর রহমান মান্নাকে দলের সভাপতি মনোনীত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: সব রোগীর জন্য চালু হতে যাচ্ছে ইউনিক আইডি

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ্ কায়সারকে সাধারণ সম্পাদক ও ডা. জাহেদ উর রহমানকে যুগ্ম সম্পাদক নির্বাচন করা হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬ সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়েছে। সভাপতিমণ্ডলীর অন্যান্য সদস্যরা হলেন মোমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দিপু, মোফাখখারুল ইসলাম নবাব ও সৈয়দ আব্দুল মাবুদ।

Exit mobile version