Site icon Jamuna Television

পয়েন্ট হারালো মেসি-এমবাপ্পের পিএসজি

বল পায়ে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

টানা চার জয়ের পর পয়েন্ট হারালো টেবিলের শীর্ষে থাকা পিএসজি। ঘরের মাঠে নিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মেসি-এমবাপ্পেদের দল।

আগের ম্যাচে অভিষেক হওয়া সার্জিও রামোসকে এদিন একাদশে রাখেননি কোচ মরিসিও পচেত্তিনো। বলের দখলে পিছিয়ে থাকলেও পাল্টা আক্রমণে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে নিসে। যার একটি ছিল ম্যাচের নবম মিনিটে। যদিও কেসপা ডলবেয়ারের আক্রমণ প্রতিহত করেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারামা। আক্রমণ-পাল্টা আক্রমণে কাটে ম্যাচের প্রথমার্ধ।

বিরতির পর তিনটি ভালো সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি পিএসজি। উল্টো ৫৯ মিনিটে ডলবেয়ারের হেড গোলপোস্টে প্রতিহত হলে স্বস্তির হাওয়া বয়ে যায় স্বাগতিক শিবিরে। জয় না পেলেও ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে পিএসজি। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে দলের খেলোয়াড়রা পারছেন না তাদের নামের প্রতি সুবিচার করতে। মেসি-এমবাপ্পে-রামোসরা দলে থাকার পরেও প্রত্যাশিত রসায়ন ঘটাতে পারছেন না পচেত্তিনো।

Exit mobile version