Site icon Jamuna Television

বেনজেমার গোলে শীর্ষস্থান ধরে রাখলো মাদ্রিদ

ছবি: সংগৃহীত

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জয়টি এসেছে কারিম বেনজেমার একমাত্র গোলে।

লা লিগায় বিলবাওয়ের বিপক্ষে সবশেষ ১২ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল। তবে এমন পরিসংখ্যান খুব বেশি উজ্জীবিত করতে পারেনি গ্যালাক্টিকোস শিবিরকে। যদিও প্রথমার্ধের শেষ দিকে কারিম বেনজেমার সহজ ফিনিশিংয়ে ডেডলক ভাঙে স্বাগতিকরা। চলতি লিগে এটি এই ফরাসি ফরোয়ার্ডের ১২তম গোল; আর মৌসুমে ১৭ তম। লুকা মড্রিচের পাস থেকে ট্যাপ-ইনে রিয়ালকে স্বস্তির লিড এনে দেন দারুণ ফর্মে থাকা এই ফরোয়ার্ড।

ম্যাচের শেষ দিকে হ্যান্ডবলের অভিযোগে পেনাল্টির আবেদন করে বিলবাও। তবে সাড়া মেলেনি রেফারির। শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট এখন ৩৬। এক ম্যাচ বেশি খেলে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে আছে কার্লো আনচেলত্তির দল।

Exit mobile version