Site icon Jamuna Television

পার্বত্য শান্তিচুক্তির ৪৭টি শর্ত বাস্তবায়িত হয়েছে: বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পার্বত্য শান্তিচুক্তির ৭২টি শর্তের মধ্যে ৪৭টি এরইমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শান্তিচুক্তির বাকি শর্তগুলো পূরণে বাস্তবায়ন কমিটি ও টাস্কফোর্স কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) পার্বত্য শান্তিচুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, সচিবসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

এসময় বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখতে নিরবচ্ছিন্ন কাজ চলছে। শ্রদ্ধা নিবেদন শেষে র‍্যালি বের করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক ধরে পাহাড়ে আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলনের পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

Exit mobile version