Site icon Jamuna Television

সীমান্ত পাড়ি দেয়ার সময় পিজমন্ট আটক

ডেনমার্ক সীমান্ত পাড়ি দেয়ার সময় আটক হলেন কাতালুনিয়ার সাবেক প্রেসিডেন্ট কার্লেস পিজমন্ট। রোববার দুপুরে জার্মান পুলিশ তাকে আটক করে বলে জানিয়েছেন তার আইনজীবী।

বৃহস্পতিবার থেকেই ফিনল্যান্ডে অবস্থান করছিলেন স্বেচ্ছা নির্বাসনে থাকা কাতালুনিয়ার এই সাবেক নেতা। ডেনমার্ক সীমান্ত পাড়ি দিয়ে ব্রাসেলসে যাওয়ার পথে তাকে আটক করে পুলিশ। এর আগে, গত অক্টোবর থেকেই ব্রাসেলসে অবস্থান করছিলেন পিজমন্ট।

শুক্রবার তাকে গ্রেফতারের নির্দেশ দেয় স্পেনের সর্বোচ্চ আদালত। আনা হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। ইউরোপীয় অ্যারেস্ট ওয়ারেন্ট জারি থাকায় পিজমন্টকে আটক করে জার্মান পুলিশ। দোষী প্রমাণিত হলে ৩০ বছরের সাজা হতে পারে পিজমন্টের।

২০১৭ সালের অক্টোবরে কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোটে জয়ী হলেও মাদ্রিদের অনমনীয়তায় সফল হয়নি সে উদ্যোগ। প্রতিকূল পরিস্থিতিতে দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে চলে যান পিজমন্ট।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version