Site icon Jamuna Television

লাটভিয়ার জালে ইংল্যান্ডের নারীদের ২০ গোল!

এমন দৃশ্য ২০ বার দেখা গেছে ইংল্যান্ড-লাটভিয়া ম্যাচে। ছবি: সংগৃহীত

প্রতিযোগিতামূলক ম্যাচে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে ইংল্যান্ড নারী ফুটবল দল। নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লাটভিয়াকে ২০-০ গোলে হারিয়েছে তারা।

ইংল্যান্ড বনাম লাটভিয়ার এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন চার ইংলিশ ফুটবলার। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড লরেন হেম্প একাই করেছেন চার গোল। এছাড়াও তিনটি করে গোল করেন এলেন হোয়াইট, বেথ মিড ও অ্যালেসিয়া রুসো।

এদিকে, হ্যাটট্রিকের পথে ইংল্যান্ডের হয়ে কেলি স্মিথের সবচেয়ে বেশি ৪৬ গোলের রেকর্ড ভেঙেছেন এলেন হোয়াইট। ১০১ ম্যাচে ৪৮ গোল করে এই রেকর্ডটি এখন হোয়াইটের। এর আগে, ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে ১৩-০ গোলের ব্যবধানে জয়টি ছিল ইংলিশ মেয়েদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

Exit mobile version