Site icon Jamuna Television

টেস্ট খেলতে ৯ ডিসেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ২টি টেস্ট খেলতে ৯ ডিসেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এছাড়াও ৩ দিনের রুম আইসোলেশনসহ থাকতে হবে ৭ দিনের কোয়ারেন্টাইনে, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

পাকিস্তানের বিপক্ষে আগামী ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে পরাজিত হওয়া বাংলাদেশ। আর এরই মধ্যে নির্ধারিত হলো বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি ও টেস্ট দল। ঢাকা টেস্ট শেষ হওয়ার পরপরই তাই কিউইদের বিপক্ষে দুটি টেস্ট খেলতে দেশ ছাড়বে মমিনুল হকের দল। নিউজিল্যান্ডে ১৪ দিনের বদলে ৭ দিনের কোয়ারেন্টাইন পালন করবেন টাইগাররা। এর মধ্যে রুম কোয়ারেন্টাইন তিন দিনের।

জানা গেছে, পাকিস্তান সিরিজে এখন যে ২০ জনের স্কোয়াড আছে, সেখান থেকেই ১৭ জনকে নিউজিল্যান্ড নিয়ে যাওয়া হবে। ইতোমধ্যে নির্ধারিত হয়ে গেছে সিরিজটির সূচি। আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। তারপর ৯ থেকে ১৪ জানুয়ারি দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের তলানিতে বাংলাদেশ, শীর্ষে শ্রীলঙ্কা

Exit mobile version