Site icon Jamuna Television

‘গণহত্যার দায়ে মিয়ানমার সরকারের বিচার হওয়া উচিত’

গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিয়ানমার সরকারের বিচার হওয়া উচিত বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

রবিবার সকালে উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আহত বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলেন রিয়াজুল হক। রোহিঙ্গারা তাদের ওপর নির্যাতনের বর্ণনা তুলে ধরেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, মানবাধিকার লঙ্ঘন করে মিয়ানমার সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version