Site icon Jamuna Television

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ভারত ‘এ’ দলকে হারিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের

নাটকীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে হারালো বাংলাদেশের যুবারা। কলকাতার ইডেন গার্ডেনে তানজিম হাসান সাকিব ও মেহরাব হোসেনের বোলিং নৈপুণ্যে জয় পায় বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ২৩০ রানে অল-আউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাহফিজুল (৫৬) আর প্রান্তিক নওরোজ নাবিল (৬২) খেলেন পঞ্চাশোর্ধ দুটি ইনিংস। এছাড়া ফাহিম ২১, নাইমুর ২০, ইফতেখার ১৫ রান করে ছোট ছোট অবদান রাখেন। ভারতের হয়ে ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নেন রিশিথ। ২টি করে উইকেট নিয়েছেন গার্ভ আর নিশান্ত।

আরও পড়ুন: অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ; পাকিস্তানের ছিলেন ৫ জন

জবাবে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে ভারত। দলীয় ১০ রানে ভারত যুব দলের ওপেনার হারনুর ফিরে যান। তৃতীয় উইকেট জুটিতে আসে ৫২ রান। একপ্রান্ত আগলে দারুণ লড়াই করেন অংকৃশ। বাংলাদেশ প্রায় হেরেই যাচ্ছিল। তবে অংকৃশকে ৮৮ রানে ফিরিয়ে দারুণ ব্রেক থ্রু দেন রিপন। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৮ রান আর বাংলাদেশের প্রয়োজন ছিল ২ উইকেট। ৪ বলেই দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে টানা তৃতীয় জয়ের স্বাদ দেন তানজিম সাকিব।

৯.৪ ওভার বল করে মাত্র ২৯ রান খরচায় সাকিব নেন ৩ উইকেট। এ ছাড়া মেহরাব ৩ উইকেট নিয়েছেন ৩৬ রানে।

Exit mobile version