Site icon Jamuna Television

সেনাবাহিনীর জন্য পরিবেশবান্ধব ক্যামোফ্লেজ আনছে ভারত

ছবি: সংগৃহীত

নিজেদের সেনাবাহিনীর জন্য হালকা ও পরিবেশবান্ধব ক্যামোফ্লেজ আনছে ভারত। আগামী বছরের মাঝামাঝি সময়ে ভারতীয় সেনাসদস্যরা নতুন এ ক্যামোফ্লেজ পাবেন বলে জানিয়েছে এনডিটিভি। 

ক্যামোফ্লেজ প্রোজেক্টের একজন কর্মকর্তা জানান, বিভিন্ন দেশের সামরিক পোশাক নিয়ে বিশ্লেষণ ও বিস্তারিত আলোচনার পর ভারতীয় সেনাবাহিনীর জন্য নতুন কমব্যাট ইউনিফর্ম চূড়ান্ত করা হয়েছে। নতুন ইউনিফর্মগুলো টেকসই এবং শীত-গরম দুই আবহাওয়ার জন্যই এ পোশাক উপযোগী বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। 

তিনি আরও জানান, জলপাই এবং মাটি রঙের ওই ইউনিফর্মগুলো ভারতীয় সৈন্যরা যেসব বৈচিত্র্যময় আবহাওয়ায় কাজ করবেন তা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। ডিজিটাল ডিসরাপ্টিভ প্যাটার্নে তৈরি করা বিশেষ এ ক্যামোফ্লেজ ২০২২ সালের ১৫ জানুয়ারি দেশটির আর্মি ডে প্যারেডে প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন তিনি।

/এসএইচ

Exit mobile version