Site icon Jamuna Television

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

প্রতীকী ছবি

রাজধানীর রমনা পার্ক এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া প্রগতী সরণি এলাকায় ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন এক মোটরসাইকেল চালক।

রাজধানীর রমনা পার্কের সামনের রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় তৃষ্ণা সাহা নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেপরোয়া গতির মোটরসাইকেলের চালককে আটক করা হয়েছে।

এদিকে, রাজধানীর কুড়িল চৌরাস্তায় ট্রাকের ধাক্কায় শাহীন নামে এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকের এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান অতিরিক্ত মাল বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

/এসএইচ

Exit mobile version