Site icon Jamuna Television

করোনায় আবারও বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় জ্যামিতিক হারে বিস্তার ঘটাচ্ছে করোনা। প্রতিদিনই দ্বিগুণ হারে শনাক্ত হচ্ছে ভাইরাসটির সংক্রমণ।

গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে সাড়ে ১১ হাজারের বেশি সংক্রমন। দুদিন আগেও সংখ্যাটি ছিল সাড়ে ৪ হাজার। দেশটির চিকিৎসক ও গবেষকদের ইঙ্গিত, নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণেই বাড়ছে সংক্রমণ। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় উপসর্গ দুর্বল হওয়ায়, নেই বিপুল প্রাণহানি।

করোনার নতুন ধরনটি শনাক্ত হওয়ার আগে নভেম্বরেও দেশটিতে গড়ে ২০০ থেকে ৩০০ মানুষের শরীরে প্রতিদিন মিলছিল করোনা।

আরও পড়ুন : এবার ভারতেও শনাক্ত হলো ওমিক্রন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে উদ্বেগজনক এবং ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়েছে। এখনও পর্যন্ত ২৪ দেশে শনাক্ত হয়েছে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট।

/এডব্লিউ

Exit mobile version