Site icon Jamuna Television

করোনা প্রতিরোধে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বুস্টার ডোজ গ্রহণ

সংগৃহীত ছবি

করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ গ্রহণ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) লন্ডনের একটি হাসপাতালে তিনি নেন টিকার তৃতীয় ডোজ। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

এসময় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে তিনি বলেন, করোনার টিকাগ্রহণ করলে ক্রিসমাসের অনুষ্ঠান বাতিলের কোনো প্রয়োজন নেই। কেননা, ভ্যাকসিন দিবে স্বাস্থ্যসুরক্ষা।

মাত্র একদিন আগেই ১১ কোটি ৪০ লাখ ডোজ টিকা ক্রয়ের চুক্তিতে সই করে ব্রিটিশ সরকার। জানানো হয়, এর মধ্যে রয়েছে ৬ কোটি মডার্নার টিকা এবং ফাইজার-বায়োএনটেকের পাঁচ কোটি ৪০ লাখ ডোজ। আগামী দু’বছরে সেসব ব্রিটেনকে সরবরাহ করবে প্রতিষ্ঠানগুলো। গত বছরই করোনায় আক্রান্ত হওয়ার পর মারাত্মক অসুস্থ ছিলেন বরিস জনসন।

Exit mobile version