Site icon Jamuna Television

ওমিক্রন নিয়ে উদ্বেগের মাঝেই বুস্টারডোজ গ্রহণের তাগিদ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সংগৃহীত ছবি

ওমিক্রন নিয়ে উদ্বেগের মাঝেই বুস্টারডোজ গ্রহণের তাগিদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে করোনা মোকাবেলায় একগুচ্ছ নতুন কর্ম-পরিকল্পনা তুলে ধরেন জো বাইডেন। খবর দ্য গার্ডিয়ানের।

জো বাইডেন বলেন, শীত মৌসুমে ঠাণ্ডাজনিত রোগবালাই বৃদ্ধি পায়। গত দুই বছরে এ সময়টিতে বাড়ছে করোনার সংক্রমণ। তাই, পরিস্থিতি মোকাবেলায় আগেই প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে ৮০ হাজার কেন্দ্রে বিনামূল্যে দেয়া হচ্ছে করোনার টিকা। দুই ডোজ গ্রহণের ছয় মাস পূর্ণ হলে অবশ্যই বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বহির্বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক ভ্রমণকারীদের জন্যেও বাড়ানো হয়েছে কড়াকড়ি। একদিনের মধ্যে দেখাতে হবে নমুনা পরীক্ষার ফল। তাছাড়া, টিকাগ্রহণের সবশেষ অবস্থা এবং কোন দেশ বা অঞ্চল থেকে সফর করেছেন দিতে হবে সেসব তথ্যও।

Exit mobile version