Site icon Jamuna Television

কন্তের অধীনে চলছে স্পার্সের জয়রথ

সনের গোলে জয় নিশ্চিত হয় স্পার্সদের। ছবি: সংগৃহীত

ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পেয়েছে টটেনহাম হটস্পার। নতুন কোচ অ্যান্তোনিও কন্তের অধীনে জয়রথ চলছে টটেনহ্যাম হটস্পারের। এবার তাদের শিকার নবাগত ব্রেন্টফোর্ড।

ম্যাচের ১২ মিনিটে সার্জি কানোসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় টটেনহাম। প্রথমার্ধের বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্পার্স শিবির। তবে বিরতির পর দক্ষিণ কোরিয়ান তারকা ফরোয়ার্ড সন হিউং মিনের গোলে ব্যবধান ২-০ করে ফেলে টটেনহাম। আর তাতেই স্বস্তির জয় নিশ্চিত হয় দলটির। এই জয়ে ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে টটেনহাম।

আরও পড়ুন: রোনালদোর ৮০০ গোল!

টটেনহামের দায়িত্বে আন্তোনিও কন্তে আসার পর এই প্রথম টানা দুই ম্যাচে জয় পেল স্পার্সরা। এছাড়া ব্রেন্টফোর্ডের বিপক্ষে সব ধরনের ম্যাচে টানা জয়কে ১২-তে নিয়ে গেল নর্থ লন্ডনের এই ক্লাব।

আরও পড়ুন: রোনালদোর রাতে গানারদের হারালো ম্যানইউ

Exit mobile version