Site icon Jamuna Television

মার্কিন পুঁজিবাজারে ব্যবসা গুটাচ্ছে ডিডি

ছবি: সংগৃহীত

মার্কিন পুঁজিবাজারে ব্যবসা গুটাচ্ছে চীনের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ- ডিডি। গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) হংকংয়ে সরে যাওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

একইদিন, চীনের প্রতিষ্ঠানগুলোর উপর কঠোর বিধিমালা আরোপ করে যুক্তরাষ্ট্র। যার ফলে, চাইনিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবো’তে পোস্ট করে ডিডি। তারা জানায়, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ছাড়বে তারা। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে শেয়ারহোল্ডারদের জরুরি বৈঠকও ডেকেছে এই টেক জায়ান্ট।

আরও পড়ুন: মার্কিন সামরিক বাহিনীতে অস্ত্র চুরি, জড়িত সেনাসদস্যরাই

২০২১ সালের জুনের শেষ নাগাদ, মার্কিন পুঁজিবাজার থেকে ৪৪০ কোটি ডলারের মতো আয় করে প্রতিষ্ঠানটি। জাপানের সফটব্যাংক এই রাইড শেয়ারিং অ্যাপে সবচেয়ে বড় বিনিয়োগকারী। আলিবাবা, টেনসেট এবং উবারের মতো প্রতিষ্ঠানও এর শেয়ারহোল্ডার।

Exit mobile version