Site icon Jamuna Television

নরসিংদীতে অপহরণের ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় অপহরণের ৫ দিন পর ইয়ামিন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় ইয়ামিনের লাশ উদ্ধার করা হয়। নিহত ইয়ামিন উত্তর বাখরনগর ইউনিয়নের উত্তর বাখর নগর গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামাল মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয় এই ইউনিয়নের নির্বাচন। সে উপলক্ষে বাড়ি থেকে মা শামসুন্নাহার ভোট দিতে ভোট কেন্দ্রে চলে যায়। পরে এসে দেখেন শিশু ইয়ামিন বাড়িতে নেই। সন্ধ্যা গড়িয়ে এলে কোথাও খোঁজ না পেয়ে পরদিন থানায় নিখোঁজের অভিযোগ করে একটি সাধারণ ডায়েরি করেন।

ওই দিন রাতেই মা শামসুন্নাহারের মোবাইলে অজ্ঞাতনামা ব্যক্তি কল দিয়ে বলেন ইয়ামিন তাদের কাছে রয়েছে। ১০ লাখ টাকা মুক্তিপণ দিলে তাকে ছেড়ে দেয়া হবে। মা অপহরণকারীর বিকাশ নম্বরে ২০/৩০ হাজার টাকা পরিশোধও করেন এবং ৫ লাখ টাকা দিবেন বলে স্বীকারও করেন। কিন্তু আজ বেলা ১০টায় উত্তর বাখর নগর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version