Site icon Jamuna Television

বাংলাদেশের লাল-সবুজ আজ গুগলের পাতায়

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপনে লাল সবুজে সেজেছে গুগলের ডুডল। ২৬ মার্চ রাত ১২ টা ১ মিনিট থেকে ডুডলে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের পতাকা শোভিত বিশেষ ডুডল। এতে লাল ও আর সবুজের অপূর্ব সমন্বয় রয়েছে।

২৬ মার্চ উপলক্ষে বিশেষ ডুডুলে লাল-সবুজের বক্সের মধ্যে সাদা বর্ণে গুগল লেখা এবং উপরে অর্ধচন্দ্রের বৃত্তের মাঝখানে লাল-সবুজের বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে। স্বাধীনতার বিশেষ এই ডুডলটি ২৬ মার্চ দিনব্যাপী থাকবে।

ডুডলটির ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস-সম্পর্কিত খবর, তথ্য প্রদর্শিত হচ্ছে।স্বাধীনতা দিবস নিয়ে এর আগেও ডুডল প্রকাশ করেছে গুগল। ২০১৩ সালে সর্বপ্রথম গুগলের ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস শোভা পায়।

ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলাকে বোঝায়। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটির হোম পেজে বিশেষ প্রদর্শন করা হয়। ২০১৭ সালের ফিচার হিসেবে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে ধরা হয়েছিল ডুডলে। সার্চ অপশনটির ওপরে ‘গুগল’ লেখাটিকে পতাকার আদলে সাজানো ছিল। ‘ও’ অক্ষরটিকে পতাকার বৃত্তের মতো করে লাল বর্ডার আর ভেতরে বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।

Exit mobile version