Site icon Jamuna Television

বন্যা ও ভূমিধসে ভিয়েতনামে নিখোঁজ কমপক্ষে ১৮ জন

ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যা ও ভূমিধসে ভিয়েতনামের মধ্যাঞ্চলে নিখোঁজ কমপক্ষে ১৮ জন। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে আঘাত হানে এ দুর্যোগ।

হ্যানোভার থেকে রয়টার্স জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। তাদের বেশিরভাগই জীবিত নেই বলে ধারণা করছে কর্তৃপক্ষ। চলমান দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উপকূলীয় শহর ফু ইয়েন, বিন দিন এবং প্রধান কফি উৎপাদনকারী প্রদেশ ডাক লাক। তলিয়ে গেছে বন্যা কবলিত এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের জমি। ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে আড়াই হাজারের বেশি স্থাপনা। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা রয়েছে।

ছবি: সংগৃহীত

এদিকে, প্রাণহানি এড়াতে ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ভৌগোলিক অবস্থানের কারণেই মূলত দুর্যোগপ্রবণ ভিয়েতনাম। গেল বছর বন্যা ও ভূমিধসে দেশটিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৭৮ জন।

আরও পড়ুন: কানাডার তরুণ যেভাবে ইসলাম গ্রহণ করলেন

Exit mobile version