Site icon Jamuna Television

খালেদা জিয়াকে সচেতনভাবে হত্যার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে সচেতনভাবে হত্যার চেষ্টা চলছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়াকে বাঁচানো না গেলে গণতন্ত্রকে রক্ষা করা যাবে না।

শুক্রবার (৩ ডিসেম্বর) খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন : জামায়াতের সাথে বেহেশতেও যেতে চাই না: কাদের সিদ্দিকী

বিএনপির নেতাকর্মীদের ঘর থেকে বেরিয়ে রাজপথে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন, এখনও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে মৃত্যুর সাথে লড়াই করছেন।

/এডব্লিউ

Exit mobile version