Site icon Jamuna Television

ওমিক্রন মোকাবেলায় আফ্রিকাকে ১ কোটি ডলার বরাদ্দ

প্রতীকী ছবি।

আফ্রিকার কয়েকটি দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় ১ কোটি ২০ লাখ ডলার বরাদ্দ দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এ তথ্য জানান সংস্থাটির আফ্রিকার আঞ্চলিক জরুরি ব্যবস্থাপনা পরিচালক ড. আব্দো সালাম গুয়ে।

আরও পড়ুন: ডেলটার চেয়ে ওমিক্রন ৩ গুণ সংক্রামক: গবেষণা

ডব্লিউএইচও’র আফ্রিকার আঞ্চলিক জরুরি ব্যবস্থাপনা পরিচালক ড. আব্দো সালাম গুয়ে বলেন, আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে করোনা সংক্রমণ ৫৪ শতাংশ বেড়েছে। যার বেশিরভাগই দক্ষিণাঞ্চলীয় দেশগুলোয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্টের জিনোম সিকোয়েন্সিং নিয়ে কাজ শুরু করেছে। ভয়াবহ ধরনটি মোকাবেলায় ১২ মিলিয়ন ডলার সংগ্রহ করেছি। আগামী তিন মাস এ অঞ্চলের দেশগুলোকে দেয়া হবে সেই সহযোগিতা।

আরও পড়ুন: করোনায় আবারও বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা

Exit mobile version