Site icon Jamuna Television

মুক্তি পেলো ‘মানি হেইস্ট’র শেষ সিজনের দ্বিতীয় ধাপ

ছবি: সংগৃহীত

ওয়েব সিরিজের দুনিয়ায় ‌‌‌‌’মানি হেইস্ট’ বেশ জনপ্রিয় নাম। গোটা দুনিয়া মজেছিল এই ওয়েব সিরিজের গল্পে। তবে ‘মানি হেইস্ট’ ভক্তদের জন‍্য রয়েছে একটা দুঃসংবাদ। আজই শেষ হতে চলছে এই ওয়েব সিরিজ।

শুক্রবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিরিজের পঞ্চম সিজনের দ্বিতীয় ধাপ।

শেষ সিজনকে দুটি ধাপে ভাগ করা হয়েছিল। এক একটি ধাপে ছিল পাঁচটি করে পর্ব। প্রথম ধাপের পাঁচ পর্ব দেখা গেছে সেপ্টেম্বরে। আর বছরের শেষ মাসে প্রিমিয়ার হতে চলেছে দ্বিতীয় ধাপের পাঁচ পর্ব। এতে ‘মানি হেইস্ট’ অনুরাগীদের উত্তেজনা আকাশ ছোঁয়া।

গত সিজনে সিরিজের জনপ্রিয় চরিত্র টোকিওর মৃত‍্যু দর্শকদের নাড়িয়ে দিয়েছিল। কিন্তু একটা প্রশ্ন থেকেই গিয়েছিল। টোকিও কি আদৌ মৃত? এছাড়া আরও অনেক প্রশ্নই ভিড় করে রয়েছে দর্শকদের মনে। শেষ সিজনের এই ধাপে সেগুলোর উত্তর মিলবে বলে সবাই আশাবাদী।

প্রথম থেকে এই সিরিজ নিয়ে এতো মাতামাতি হয়নি। পরে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হতেই তুঙ্গে ওঠে এই সিরিজের জনপ্রিয়তা। জনপ্রিয়তার শীর্ষে উঠেছে প্রফেসর, টোকিও, নাইরোবি ও বারলিনের মতো চরিত্র।

ইউএইচ/

Exit mobile version