Site icon Jamuna Television

টাঙ্গাইলে ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালদিঘী উচ্চ বিদ্যালয়ের  সামনে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে উপজেলার বল্লা থেকে একটি ইট বোঝাই ট্রাক এলেঙ্গা রোডে আসার সময় গোপালদিঘী স্কুলের সামনে আসলে ভালিয়াটা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশাকে ধাক্কা মারে। এ সময় ওই অটো চালিত রিকশায় থাকা গোপালদিঘী স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী হাফিজা ঘটনাস্থলেই মারা যান। অটোতে থাকা বাকী যাত্রীরা আহত হন। পরে ট্রাকটিকে উপস্থিত জনতা আটকে রাখেন।কিন্তু চালক পালিয়ে চলে যায়।

আরও পড়ুন: কুমিল্লায় বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নিহত হাফিজার বাড়ি উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা গ্রামে। এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন,ঘটনাটি শুনার পরে পুলিশ পাঠানো হয়েছে, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, ড্রাইভারকে আটক করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। 

Exit mobile version