Site icon Jamuna Television

স্বাধীনতা দিবসে মমতার শুভেচ্ছা

বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ সোমবার নিজের ভেরিফায়েড টুইটার একাউন্টে তিনি লিখেছেন, ‘আমার বাংলাদেশের ভাই ও বোনদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।’ একই কথা আবার ইংরেজিতেও লিখেছেন।

বাংলাদেশ আজ ৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো সাধারণ মানুষের কণ্ঠে ছিল- সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়। তারা বলছেন, বাংলাদেশ এগিয়েছে অনেক। তবে স্বপ্ন পূরণে পেরোতে হবে আরও অনেকটা পথ। বাধা-বিপত্তি যতই থাকুক, আগামী দিনগুলো আরও সুন্দর হোক, সেই স্বপ্ন সাধারণ মানুষের।

মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠা সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতিসহ সামরিক-বেসামরিক ব্যক্তিবর্গ। রাষ্ট্রীয় আনুষ্ঠানকিতা শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের।

 

Exit mobile version