Site icon Jamuna Television

ভারতে শনাক্ত ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তি গোপনে গেলেন দুবাই!

ছবি: সংগৃহীত।

ভারতে ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তি বিদেশে চলে গেছেন। এমন এক সময় তিনি দেশ ছেড়েছেন, যখন কিনা করোনার অতিসংক্রামক ধরন মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৭ নভেম্বর) ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তি ভারত ছেড়েছেন। তিনি অবশ্য ভারতের নাগরিক না। ৬৬ বছর বয়স্ক ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরতের উদ্দেশে উড়াল দিয়েছেন।

করোনার সম্ভাব্য অতিসংক্রামক ধরন ওমিক্রন ভারতেও শনাক্ত হয়েছে। মহামারির দ্বিতীয় ঢেউয়ে পর্যুদস্ত দেশটির কর্ণাটক রাজ্যের দুই বাসিন্দা প্রথম আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এমন তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: দিল্লির দূষণের জন্য দায়ী পাকিস্তান: উত্তর প্রদেশ সরকার

আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও এক নারী রয়েছেন। তাদের বয়স যথাক্রমে ৬৬ ও ৪৬ বলে জানা গেছে। কীভাবে তাদের শরীরে ভাইরাসটি এসেছে, এর অনুসন্ধান চলছে। ভারতে ওমিক্রন শনাক্ত হওয়ায় আতঙ্কে রয়েছে বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশ হওয়ায় ভয়ংকর এই ভাইরাসটি বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ল্যাব আগারওয়াল বলেন, এ পর্যন্ত যাদের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে, তাদের মধ্যে কোনো মারাত্মক উপসর্গ দেখা যায়নি। বরং তাদের মৃদু উপসর্গ দেখা গেছে।

Exit mobile version