Site icon Jamuna Television

কমলা রঙের তুষারে ঢাকা পড়েছে ইউরোপ!

‘তুষার শুভ্র’ বলতে একটি কথা আছে। অর্থাৎ, তুষার বলতেই আমরা ‘সাদা’ বা ‘শুভ্র’ রঙই বুঝে থাকি। কিন্তু এই মুহূর্তে তুষারে ঢাকা ইউরোপ ধারণ করেছে কমলা বর্ণ!

গত কয়েকদিন ধরে রাশিয়া, বুলগেরিয়া, ইউক্রেইন, রোমানিয়া, মালডোভা ইত্যাদি দেশে কমলা রঙের তুষারপাত হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, বাতাসের কারণে সাহারা মরুভূমির বালু তুষারের মিশে যাওয়ায় এমন রঙ ধারণ করেছে। সাধারণত, প্রতি ৫ বছর পরপর এমনটি হতে দেখা যায় বলে জানা গেছে। নাসা’র স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে, বর্তমানে গ্রিস থেকে রাশিয়ার দিকে বালুর ঝড় ধেয়ে যাচ্ছে।

স্নো-বোর্ডাররা কমলা রঙের তুষারের মধ্যে সময় কাটানোর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করছেন। এখানে তেমন কিছু ছবি দেয়া হল–

Exit mobile version