Site icon Jamuna Television

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি’র মাথাব্যথা নেই: নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। ফাইল ছবি।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি ও তার পরিবারের কারো মাথাব্যথা নেই। তারা বেগম জিয়ার অসুস্থতাকে ব্যবহার করে অশুভ উদ্দেশ্য হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

শুক্রবার (০৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, যারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলে, তারা সবাই বিএনপি নেতা৷ হাসপাতালের পক্ষ থেকে তার স্বাস্থ্যের আপডেট দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশবিরোধী শক্তি এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত। আন্দোলনের নামে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়৷ কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সে উদ্দেশ্য কখনোই সফল হতে দেবে না বলে জানান, আওয়ামী লীগের এই সিনিয়র নেতা।

Exit mobile version