Site icon Jamuna Television

নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ড গড়লেন কোহলি

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ায় এক লজ্জার রেকর্ডের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন ভিরাট কোহলি। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন ভারত অধিনায়কের।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে সবার ওপরে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং। তিনি কিউই অধিনায়ক থাকা অবস্থায় সর্বোচ্চ ১৩বার শূন্য রানে আউট হয়েছেন। কিন্তু ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এজাজ প্যাটেলের বলে শূন্য রানে ভিরাট কোহলি আউট হলে গ্রায়েম স্মিথের সাথে যৌথভাবে এই তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। স্মিথ ১০ বার শূন্য রানে আউট হন।

আরও পড়ুন:  নারী দল না থাকলে আইসিসি সদস্যপদ হারাতে পারে আফগানিস্তান: রমিজ রাজা

ভারতের হয়ে টেস্টে মোট ৯৭ ম্যাচ খেলেছেন ভিরাট কোহলি। যেখানে পঞ্চাশের বেশি এভারেজ নিয়ে রান করেছেন ৭৭৬৫। ২৭টি সেঞ্চুরির পাশাপাশি আছে ২৭টি হাফ সেঞ্চুরি। তবে বর্তমান ফর্মটা একদমই ভালো যাচ্ছে না ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটারের।

Exit mobile version