Site icon Jamuna Television

‘খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সকল রাজনৈতিক দলের একসাথে আন্দোলন করা উচিত’

ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে দেশের সকল রাজনৈতিক দলের একসাথে আন্দোলন করা উচিত বলে মন্তব্য করেছেন সরকার বিরোধী বিভিন্ন জোটের নেতারা। এককভাবে নয়, যুগপৎ আন্দোলনের উদ্যোগ নিতে বিএনপিরই এগিয়ে আসা উচিত বলেও মনে করেন তারা।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণফোরামের একাংশের কাউন্সিলে এ কথা বলেন বিভিন্ন দলের নেতারা।

কাউন্সিলে আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়ায় বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকারের অবস্থান। এই ইস্যুতে বিরোধী দলগুলোকে একসাথে আন্দোলনে নামার আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না। এছাড়া বঙ্গবীর কাদের সিদ্দিকী দ্রুত খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি দিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

ইউএইচ/

Exit mobile version