Site icon Jamuna Television

বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে শ্রাবন্তী

ছবি: সংগৃহীত।

প্রতিদিন সড়কে ঝরে যাচ্ছে একাধিক প্রাণ। এ নিয়ে বিভিন্ন সময় বিক্ষোভ হলেও সময় গড়াতেই এসব আন্দোলন থেমে যায়। তবে সড়কে পরপর দু’জন শিক্ষার্থী প্রাণ হারানোর পর রাজধানী জুড়ে নিরাপদ সড়কের দাবিতে গত কয়েকদিন ধরেই চলছে প্রতিবাদ। এবার বাংলাদেশে এই নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টপাধ্যায়।

অবশ্য বাস্তবে নয়, একটি গানের দৃশ্যে নিরাপদ সড়কের দাবিতে সুর মিলিয়েছেন শ্রাবন্তী। শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ সিনেমার ওই গানের নাম ‘নিরাপদ সড়ক চাই’। গানটিতে শ্রাবন্তীর সাথে ঠোঁট মিলিয়েছেন বাংলাদেশের শান্ত খান। শুক্রবার (৩ ডিসেম্বর) সিনেবাজের ইউটিউব চ্যানেলে দর্শকশ্রোতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে গানটি।

আরও পড়ুন: পর্দানশীল নারী কতটা পাওয়ারফুল, তা এবার আপনারা দেখবেন: সানাই

গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও তমা মল্লিক। গানের দৃশ্যায়নে শ্রাবন্তী ও শান্তর সাথে রয়েছে একদল নৃত্যশিল্পী। তাদের হাতে নিরাপদ সড়কের দাবিতে লেখা প্ল্যাকার্ড। নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এই সিনেমায় শ্রাবন্তী ও শান্ত খান ছাড়া আরও অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত, রাহুল দেব প্রমুখ।

Exit mobile version