Site icon Jamuna Television

সাবেক নায়িকা এখন কপর্দকশূন্য, চিকিৎসার ভার নিলেন সালমান

১৯৯৫ সালে একসাথে সিনেমায় অভিনয় করেছিলেন। ভীরগাতি ফিল্মে নায়ক ছিলেন সালমান খান। বিপরীতে অভিনয় করেছেন পুজা দাড়ওয়াল। তিন যুগ পর সালমান এখনও বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। কিন্তু জঠিল ব্যাধিতে আক্রান্ত হয়ে পুজা হয়ে পড়েছেন কপর্দকশূন্য। নিজের চিকিৎসার খরচ চালিয়ে নেয়ারও উপায় নেই তার।

এমতাবস্থায় নিজেই সম্প্রতি যোগাযোগ করেন সালমান খানের সঙ্গে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সালমান পুজার সহায়তায় এগিয়ে গিয়েছেন। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক নায়িকার সব ধরনের খরচের ভার নিজের কাঁধে তুলে নেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পুজা দাড়ওয়াল দীর্ঘদিন ধরে গোয়ার একটি বারে কাজ করছিলেন। পাশাপাশি টিভি অনুষ্ঠানেও মাঝে মাঝে দেখা যেত তাকে। কিছু দিন আগে চিকিৎসকরা তার টিউবার কিউলোসিস রোগে আক্রান্ত হওয়ার তথ্য জানালে পুজার স্বামী ও পরিবার তাকে ত্যাগ করে। এমন সময়ে তার সহায়তায় এগিয়ে এলেন সালমান।

Exit mobile version