Site icon Jamuna Television

ভারত-নিউজিল্যান্ড টেস্টে ১৩২ বছর পর যে ঘটনা ঘটলো

ছবি: সংগৃহীত।

চলমান ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে দেখা গেল এক অদ্ভুত ঘটনা। দুই ম্যাচ টেস্ট সিরিজে ১৩২ বছর পর এই প্রথম চারজন আলাদা অধিনায়ককে দেখা গেল। যা সর্বশেষ ১৮৮৯ সালে ঘটেছিল।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করেছেন কেন উইলিয়ামসন। আর ভারতের নেতৃত্ব দেন আজিঙ্কা রাহানে। তবে ইনজুরি আক্রান্ত হওয়ায় এই দুজন নেই দ্বিতীয় টেস্টের একাদশে। কিউইদের অধিনায়কত্ব করছেন উইকেটকিপার টম ল্যাথাম। আর ভারত দলের নেতৃত্ব দিচ্ছেন নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলি।

আরও পড়ুন: মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

১৮৮৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ইংল্যান্ড। সেই সিরিজে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে ওয়েন ডানেল নেতৃত্ব দিলেও, দ্বিতীয় ম্যাচে তাকে সরিয়ে উইলিয়াম মিল্টনকে অধিনায়ক করা হয়। আর ইংলিশদের প্রথম ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন আউব্রে স্মিথ। তবে দ্বিতীয় ম্যাচের আগে তার জ্বর হওয়ায় অধিনায়ক করা হয় মন্টি বাউডেনকে।

Exit mobile version