Site icon Jamuna Television

এবার সামনে এলো বিয়েবাড়ির ছবি, বিশেষ বিবাহ আইনে বিয়েও সম্পন্ন!

ছবি: সংগৃহীত।

ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে ধোঁয়াশা ও রহস্য দিনে দিনে আরও ঘনীভূত হচ্ছে। শোনা যাচ্ছে, শুক্রবারই (৩ ডিসেম্বর) ১৯৫৪ সালের বিশেষ বিবাহ-আইনে খাতায় কলমে বিয়ে সেরে ফেলেছেন তারা। আনুষ্ঠানিকতার জন্য পুরোপুরি প্রস্তুত রাজস্থানের সেই বিলাসবহুল হোটেল। এরই মধ্যে কড়া বিধি-নিষেধের চোখ এড়িয়ে সেই হোটেলের ছবি প্রকাশ পেলো সোশ্যাল মিডিয়ায়।

শোনা যাচ্ছে, আগামী ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত বুক করা হয়েছে সেই প্রাসাদ তথা হোটেল। ৪৮টি বিশাল বিশাল ঘর রয়েছে সেখানে। ৭৫৩ বর্গ কিলোমিটার থেকে ৩০১৪ বর্গ কিলোমিটার পরিসরে তৈরি হয়েছে এই হোটেল।

আরও পড়ুন: ভিকি-ক্যাটের বিয়ে নিয়ে জেলা প্রশাসকের গোপন চিঠি ফাঁস!

এক রাতের জন্য ফোর্ট স্যুইটের ভাড়া ৮০ হাজার রুপিরও বেশি। রানি রাজকুমারী স্যুইটের ভাড়া প্রায় ৩ লাখ। জয়পুর বিমানবন্দর থেকে আড়াই ঘণ্টার যাত্রা করে পৌঁছাতে হয় এই হোটেলে। সেখানেই সব প্রস্তুুতি সম্পন্ন হয়েছে।

তবে এত জল্পনা-কল্পনার মধ্যেও বিয়ে নিয়ে কোনো তথ্যই প্রকাশ করেনি ভিকি-ক্যাটরিনা। আজ তাদের আইনি বিয়ে সম্পন্ন হওয়ার খবর চউর হওয়ার পরও কোনো টু-শব্দটি করছেন না তারা। তবে এতে থেমে নেই ভক্তদের জল্পনা।
এসজেড/

Exit mobile version