Site icon Jamuna Television

ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’-তে বাংলাদেশী তরুণী

বাংলাদেশের বাসিমা ইসলাম যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের এই বছরের ‘থার্টি আন্ডার থার্টি’-তে জায়গা করে নিয়েছেন। বিজ্ঞান ক্যাটাগরিতে স্থান পেয়েছেন তিনি।

ফোর্বস প্রতিবছর ২০টি ক্যাটাগরিতে ৩০ জন করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে। ব্যক্তির ক্ষেত্রে বয়স হয় ৩০ বছরের নিচে। আর ২০ ক্যাটাগরির একটি বিজ্ঞান। এই ক্যাটাগরিতে যে ৩০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে স্থান পাওয়া বাসিমা ইসলাম বোস্টনের ওয়েস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ও তড়িৎ প্রকৌশল বিভাগে শিক্ষক হিসেবে যোগ দিতে যাচ্ছেন।

ফোর্বস প্রকাশিত তার প্রোফাইলে লেখা হয়েছে, তিনি ব্যাটারি ছাড়া ইন্টারনেট ব্যবহারযোগ্য ডিভাইস তৈরিতে কাজ করছেন। বাসিমা ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা থেকে পিএইচডি করেছেন।

এর আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়াশোনা করেছেন। বাসিমা রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

Exit mobile version