Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনায় আরও ৭ হাজার মানুষের মৃত্যু

ছবি: সংগৃহীত

টিকা ও ওষুধ আবিষ্কারের পরও বিশ্বজুড়ে থামছে না করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা। দিন দিন মৃতের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও ৭ হাজার মানুষ।

বিশ্বে করোনায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে ১ হাজার ২৫০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ লাখ ৩০ হাজারের বেশি। এরপর আছে রাশিয়া। দেশটিতে একদিনে প্রাণ গেছে ১২শ’র বেশি মানুষের। জার্মানি এবং পোল্যান্ডে মৃত্যু হয়েছে ৪ শতাধিক মানুষের।

অন্যদিকে, ইউক্রেনে এ সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। আক্রান্ত শনাক্ত বাড়ছে ইউরোপের অন্যান্য দেশগুলোতেও। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত প্রাণ গেছে ৫২ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের।

আরও পড়ুন: ডেলটার চেয়ে ওমিক্রন ৩ গুণ সংক্রামক: গবেষণা

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Exit mobile version